ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ইস্তান্বুল নাইটক্লাবে হামলার সন্দেহভাজন আটক

আরটিভি অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭ , ০৯:১৫ এএম


loading/img

তুরস্কের ইস্তান্বুলে নাইটক্লাবে হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ৩৪ বছরের সন্দেহভাজনের নাম আবদুল কাদির মাশারিপভ। তিনি উজবেকিস্তানের নাগরিক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

‘রেইনা’ নামের নাইটক্লাবে হামলায় ৩৯জন নিহত ও ৭০ জন আহত হয়েছিলেন। নিহতদের মধ্যে দশটি দেশের নাগরিক ছিলেন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস) এ হামলার দায় স্বীকার করে।

পুলিশ জানায়, আবদুল কাদিরকে তার চার বছর বয়সী ছেলের সঙ্গে পাওয়া যায়। তিনি কিরগিজ বন্ধুর বাড়িতে অবস্থান করছিলেন। পুলিশ তার বন্ধুসহ আরো তিনজন নারীকে আটক করেছে।

বিজ্ঞাপন

সন্দেহভাজন ব্যক্তির যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে ধুসর রঙের টি-শার্ট পরা লোকের প্রচণ্ড মার খাওয়া থেতলানো মুখ।

নতুন বছরের প্রথম প্রহরে ট্যাক্সিতে করে ক্লাবে আসেন কাদির।সবাই তখন নতুন বছর ‍উদযাপনে ব্যস্ত। সেসময় ক্লাবে ঢুকেই নির্বিচারে গুলি চালান তিনি। আশঙ্কা করা হচ্ছিল এ বন্দুকধারী ব্যক্তি তুরস্কের আশেপাশে কথিত ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত এলাকায় পালিয়ে যেতে পারেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এফএস/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |